ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং



পছন্দসই পর্দার রং নির্বাচন

ল্যাপটপের পর্দার রং অনেকাংশে নির্ভর করে মনিটর, গ্রাফিকস কার্ড সেটিংস, লাইট কম-বেশি হওয়ার ওপর। অনেকেই উইন্ডোজের নির্ধারিত রঙের প্রোফাইল চালায়। কিন্তু ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং এবং ঝকঝকে ফন্ট সহজেই নির্ধারণ করে দেওয়া যায়। এ জন্য উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনুতে DCCW লিখে এন্টার চাপলে Display Color Calibration উইন্ডো চালু হবে। এখানে পর্যায়ক্রমে নেক্সট বোতাম চেপে পছন্দসই রং এবং আলাদা ইফেক্ট নির্বাচন করে দিন। কালার ক্যালিব্রেশানের কাজ শেষ হলে ট্রু-টাইপ ফন্ট উইন্ডো চালু হবে। এখানে একইভাবে যে ফন্টটি দেখতে ভালো লাগবে সেটিতে ক্লিক করে বাকি কাজ সম্পাদন করলে ঝকঝকে ফন্ট দেখা যাবে। 

1 comment:

  1. Play as the emperor casino with the King Casino and get 50 Free Spins!
    The Emperor Casino is a place where 카지노 you 제왕 카지노 can enjoy real casino games, the slots, bingo and games and the big games 1xbet korean from King Casino.

    ReplyDelete

ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং

পছন্দসই পর্দার রং নির্বাচন ল্যাপটপের পর্দার রং অনেকাংশে নির্ভর করে মনিটর , গ্রাফিকস কার্ড সেটিংস , লাইট কম-বেশি হওয়ার ওপর। অনেক...